ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রকাশিত : ০৮:৫৬, ৩০ মে ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।


বুধবার দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, দিবাগত রাতে দুর্গাপুর গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের বাড়িতে অস্ত্র নিয়ে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের চেষ্টা করে।

এসময় ডাকাতরা বাড়ির লোকজনের ওপর হামলা চালালে তাদের চিৎকারে এলাকাবাসী টের পেয়ে ডাকাত দলকে ঘিরে ফেলে। পরে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী দুজনকে ধরে গণপিটুনি দেয়। তবে অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আশুগঞ্জ থানার ওসি মো. মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত দুই ডাকাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। তবে নিহত ডাকাতদের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি