ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কারাগারের ভেতরে ১৫ মামলার আসামি খুন

প্রকাশিত : ০৯:৩৫, ৩০ মে ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ভেতরে খুন হয়েছেন ১৫ মামলার আসামি অমিত মুহুরী (৩৪)। বুধবার দিবাগত রাত ১২টার দিকে কারাগারের ৩২ নম্বর সেলে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল হোসেন বলেন, বুধবার রাতে ৩২ নম্বর সেলে রিপন নামের একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় অমিত মুহুরীর। পরে রিপন ‘ভারী জিনিস’ দিয়ে অমিতকে আঘাত করলে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় অমিত।

অমিত মুহুরী চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডা. মনোরঞ্জন মুহুরী চেয়ারম্যানবাড়ির অজিত মুহুরীর ছেলে। ২০১৭ সালের আগস্টে চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকার রাণীরদিঘি এলাকায় বন্ধু ইমরানকে খুন করে মরদেহ ড্রামে ভরে দীঘিতে ফেলে দেয় অমিত। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি। এছাড়া অমিতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি