ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিহত ১

প্রকাশিত : ১৯:৫৮, ৩১ মে ২০১৯

Ekushey Television Ltd.

 

সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপিতে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ীর লোকজনের হাতে জামাই নিহতের অভিযোগ উঠেছে। নিহত ইব্রাহিম হোসেন বাদশা (২২) আব্দুর রশিদের ছেলে।

শুক্রবার সকালে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে বাদশার বাবা আব্দুর রশিদ অভিযোগ করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,গত চার মাস আগে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে পারিবারিক সম্মতিক্রমেই মুদি দোকানী কলেজ ছাত্র বাদশার সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী আয়নাল হকের মেয়ে খাদিজা শরীফ রোজিনা (২০) সাথে বিয়ে হয়। এরপর থেকেই উভয় পরিবারের মধ্যে দেনা-পাওয়া নিয়ে দ্বন্ধ চলছিল। এক পর্যায়ে রোজিনা তার বাবার বাড়ি চলে যায়।

শুক্রবার ভোর রাতে কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে নির্যাতরে করে বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বাদশার পরিবারের দাবী তার শ্বশুরবাড়ির লোকজন কৌশলে ডেকে নিয়ে গলায় রশি পেছিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।

এ ব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান,লাশ উদ্ধারের পর তা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত ঘটনা জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি