ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

বরগুনার তালতলীর লোকালয়ে বাঘ আতঙ্ক (ভিডিও)

প্রকাশিত : ১৫:১৯, ১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনার তালতলীর লোকালয়ে বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী। সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এদিকে, স্থানীয়দের দলবদ্ধ হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

বরগুনার তালতলীর মরানিদ্রা গ্রামের লালমিয়া ফরাজী রাতে গরুর খোয়াড়ে ছুটোছুটির শব্দ পেয়ে বাইরে গেলে একটি বাঘ দেখতে পান। সেসময় বাঘটি খোয়াড় থেকে একটি বাছুর নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরদিন সকালে পাশের একটি স্কুলের সামনে ওই বাছুরের পা ও মাথার কিছু অংশ ও বাঘের পায়ের চিহ্ন দেখতে পান এলাকাবাসী। বাঘের আতংকে সমন্বয় কমিটি গঠন করে টর্চ লাইট ও লাঠিসোটা নিয়ে রাতভর পাহারা দিচ্ছেন তারা।

এদিকে, ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে, এলাকাবাসীকে দলবদ্ধ হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি