ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে প্রত্যয় ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৬:৪৮, ১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে সেমাই-চিনি বিতরণ করছেন ‘প্রত্যয় ক্লাব’ নামের একটি সামাজিক প্রতিষ্ঠান।

শনিবার সকালে বেনাপোল কাস্টমস হাউসের সামনে অবস্থিত গাজীপুর ‘প্রত্যয় ক্লাবে’র অফিসে এ সেমাই-চিনি বিতরণ করা হয়।

ক্লাবের সভাপতি মো. টুটুল হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সিএন্ডএফ ব্যবসায়ী মজনুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী, বেনাপোল পৌর কাউন্সিলার কামরুন নাহার আন্না, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ, রহমত উল্লাহ প্রমুখ।

এমএস/কেআই 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি