ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভোলার লালমোহনে আগুন আতংক (ভিডিও)

প্রকাশিত : ০৯:৩৯, ২ জুন ২০১৯ | আপডেট: ১১:৩১, ২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ভোলার লালমোহনে অন্নদা প্রসাদ গ্রামে নিখিল চন্দ্রের বাড়িতে আগুন দেয়ার পর আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রতিগ্রস্ত পরিবারটি।  গ্রামবাস্ওী রয়েছে আতঙ্কে। এখনো আগুনের কারণ জানাতে পারেনি পুলিশ লালমোহন থানায় এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। । এদিকে দোষীদের খুজে বের করার দাবি জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

ভোলা লালমোহনের অন্নদাপ্রসাদ গ্রাম। সড়কের পাশে সবুজের ঘেরা জনবহুল পরিবেশে নিখিল চন্দ্রের বসতঘর। সেখানে নিখিল ও তার তিন ভাই বসবাস করেন। ২০ মে মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় তাদের ঘরে। তখন নিখিলের পরিবার ঘুমিয়েছিলো।

আগুনে পুড়ে গেছে নগদ ৫ লাখ টাকা এবং  স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। জানেনা কেউ।

১৬ থেকে ১৯ মে পর্যন্ত ৪দিন ব্যাপী নামযজ্ঞের অনুষ্ঠান হয়ে ছিলো নিখিলের বাড়িতে।। ভোরবেলা যজ্ঞ শেষ হয়। এর পরই আগুনের এই ঘটনা।

ঘটনার পর ভোলা জেলা পুজা উদযাপন নেতারা অন্নদা প্রসাদ গ্রামে যান।  দোষীদের খুঁজে বের করার দাবী জানান তারা ।

খুব দ্রুত তদন্ত শেষ কওে  আগুনের কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই রহস্যময় আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্থানীয় লোকজন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি