ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ (ভিডিও)

প্রকাশিত : ১৫:৩০, ২ জুন ২০১৯ | আপডেট: ১৫:৩৬, ২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। সিরাজগঞ্জের বোয়ালিয়া বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন একং সুনামগঞ্জের গণিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস-লেগুনা সংঘর্ষে ৭ জন নিহত হয়। দুটি দুর্ঘটনায়ই বেশ কয়েক কয়েকজন গুরুতর আহত হয়।

ঢাকা থেকে দিরাই এর উদ্দেশ্যে ছেড়ে আসা লিমন পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। সকাল ৭টার দিকে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর যাত্রীবাহী বাস ও লেগুনাটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই লেগুনা চালকসহ ৭ যাত্রী নিহত হন।

ঘটনার পরপরই এলাকাবাসী হতাহতদের উদ্বার করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়।

নিহতদের বাড়ি লেগুনা চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। এই ঘটনায় আরো ৮জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত এক মহিলাসহ ৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে সিরাজগঞ্জের বোয়ালিয়ায় ঢাকা-পাবনা রুটের যাত্রীবাহী বাস পাবনা এক্সপ্রেসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই লেগুনার ৮ জন নিহত হয়। আহত হয় আরও ১০ জন। 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি