ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঈদযাত্রার ৩য় দিনেও যানজট নেই সড়ক মহাসড়কে (ভিডিও)

প্রকাশিত : ১৫:৫০, ২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঈদযাত্রার তৃতীয় দিনেও যানজট নেই সড়ক মহাসড়কগুলোতে। স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। দুর্ঘটনা ও যানজট নিরসনে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে, বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছেন রাজধানী ও আশপাশের মানুষ।

কাঁচপুর দ্বিতীয় সেতু এবং দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধনের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি পাল্টে গেছে। ঢাকা থেকে কুমিল্লা যেতে আগে যেখানে যানজটের কারণে ১০ ঘণ্টাও লেগে যেতো; এখন দেড় থেকে দুই ঘণ্টায়ই পৌঁছে যাচ্ছেন যাত্রীরা।

এদিকে, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সিংক: মো. আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ, দাউদকান্দি হাইওয়ে থানা, কুমিল্লা।

সকালে বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সাইবোর্ড ও ভোগড়া এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন।

গাড়ির চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধ ুসেতুর দিকে সড়ক দুই লেন হওয়ায় কিছু কিছু স্থানে গাড়ি চলেছে ধীর গতিতে।

যানজট না থাকায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চলসহ ২২ জেলার মানুষের ঈদযাত্রাও এখন পর্যন্ত ভোগান্তিহীন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি