ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশিত : ০৯:০০, ৪ জুন ২০১৯ | আপডেট: ১২:১৭, ৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। সোমবার (৩ জুন) রাত দেড়টার দিকে ছোট কুমিরা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত দুইজন ডাকাত দলের সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি, বেশ কিছু ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।

মাশকুর রহমান বলেন, ‘ঢাকাগামী একটি প্রাইভেটকার কুমিরা ব্রিজের কাছে গেলে ডাকাত দলের সদস্যরা সেটি থামিয়ে ডাকাতি করছিল। এ সময় র‌্যাবের টহল দল সেখানে উপস্থিত হলে ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে সেখানে দুজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি