ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

এমপি শিবলী সাদিকের বিয়ে সম্পন্ন

প্রকাশিত : ১৬:০৪, ১০ জুন ২০১৯ | আপডেট: ১৬:০৭, ১০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুর ৬ সংসদীয় আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয়েছে। গত ৮ জুন রাতে দিনাজুপরের নবাবগঞ্জের স্বপ্নপুরীতে এ বিবাহ অনুষ্ঠিত হয়।

জানা যায়, কনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাবু মল্লিকের কণ্যা খাদিজা শিমু। তিনি হাকিমপুর মহিলা কলেজে স্নাতক শ্রেণিতে অধ্যায়ন করছেন। বিবাহের এ অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালে কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমি আক্তার সালমার সাথে পারিবারিকভাবেই শিবলী সাদিকের ১ম বিবাহ সম্পন্ন হয়। তাদের সংসারে স্নেহা নামে এক শিশু কন্যা আছে। এর মধ্যেই ২০১৬ তে পারিবারিক কলহে তাদের বিবাহ বিচ্ছদ হয়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি