ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঘুষ না পেয়ে পা ভেঙে দেওয়া এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ২২:২০, ১৩ জুন ২০১৯ | আপডেট: ০৯:৪৭, ১৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঘুষ দিতে অস্বীকৃতি জানালে পিটিয়ে এক দিনমজুরের পা ভেঙে দেওয়ার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাফিজকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতেই তাকে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ প্রত্যাহারের আদেশ দেন বলে জানা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান জানান, এএসআই হাফিজকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য পুঠিয়া সার্কেলের সহকারি অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজশাহীর দুর্গাপুরে ঘুষ না দেওয়ায় পিটিয়ে অনন্তকান্দি গ্রামের সাইদুল ইসলামের পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে এএসআই হাফিজের বিরুদ্ধে। সাইদুলের কাছে হাফিজ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি