ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরায় পৃথক সংঘর্ষে আহত ৯

প্রকাশিত : ১৭:৫০, ১৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

 

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক হামলা ও সংঘর্ষে অন্তত ৯ জন গুরুতরভাবে জখম হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যুগিখালি ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে এবং শুক্রবার সন্ধ্যায় হেলাতলার গণপতিপুর গ্রামে পৃথক দুইটি সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের ফয়জুল্লাহপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে শাহিন হোসেন (৪০), সাগর হোসেন (২৮), ভুট্টো (২৮) আহত হন। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার হেলাতলার গণপতিপুর গ্রামে টয়লেট পরিস্কার করাকে কেন্দ্র করে সংঘর্ষ হলে শহিদুল ইসলাম (৩৫), জামাল উদ্দীন (৩৮), শামিম হোসেন (২১), শাহাজান আলী (২৫), ইমরান হোসেন (১৯) ও আফসানা খাতুন (২২) আহত হন।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস জানান, মারামারির ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি