ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঝিনাইদহে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৬:৫৪, ১৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহে পাটক্ষেত থেকে সোহেল রানা নামের এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার বানিয়াবহু গ্রামের মাঠের পাটক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের বকতিয়ার আলীর ছেলে। সে কালীগঞ্জের চাপালী গ্রামের মসজিদের মুয়াজ্জিন ছিল।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান,বানিয়াবহু গ্রামের মাঠের একটি পাট ক্ষেতে এক যুবকের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারনা অন্য কোথাও থেকে ধরে এনে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, প্রেম ঘটিত কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি