গাংনী ও শ্রীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা নিহত
প্রকাশিত : ০৮:৪৮, ২১ জুন ২০১৯ | আপডেট: ১৩:০৪, ২১ জুন ২০১৯

গাজীপুরের শ্রীপুর ও মেহেরপুরের গাংনী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবুল মিয়া ওরফে বাবুল ডাকাত (৩৫) ও এনামুল ইসলাম (৪২)।
বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকা ও গাংনীর কাজীপুর মুন্সিপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ সব ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীপুরে র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে বাবুল ডাকাত নিহত হন। আর এ সময় দু’জন র্যাব সদস্যও আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে র্যাব।
অন্যদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কাজীপুর মুন্সিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। পরে স্থানীয়রা নিহত ব্যক্তির মরদেহ চিহ্নিত করেন। নিহত এনামুলের বিরুদ্ধে গাংনী থানায় একটি বিস্ফোরক, একটি চাঁদাবাজি ও ৪ টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন