ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ২১:০৪, ২১ জুন ২০১৯

জাতীয় বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবিতে সাভারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাভার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট-শিল্পাঞ্চল কমিটির সভাপতি এ্যাডভোকেট সৌমিত্র কুমার দাশ সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, সাভার পৌর সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, আশুলিয়া থানা কমিটির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মিন্টু, সহ-সভাপতি সাইদ মিয়া, সাজু সরকার, বন্যা আক্তার।

এই মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম, সহ-সভাপতি সম্পদ অয়ন মারান্ডি প্রমুখ।

আগামী ৩০ জুন বাজেট পাস করার দিনে চলতি অধিবেশনেই বাজেট সংশোধন করে শ্রমিকদের আবাসন, চিকিৎসা ও রেশনিংয়ের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানিন।

এমএস/কেআই 

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি