ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ নগরে যানজট (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৬, ২২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দিন দিন যানজট বাড়ছে বিভাগীয় শহর ময়মনসিংহে। অতিষ্ট নগরবাসীর অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে যখনতখন শহরে ট্রাক ঢুকলেও, দেখার যেনো কেউ নেই। পুলিশ প্রশাসনের যোগসাজশে দিনে শহরে ট্রাক চলে বলে জানায় চালকরা। আর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মহানগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ছোট ও বড় বাজারে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রাক ঢোকানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। অথচ দিনের অধিকাংশ সময়ই সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে মালামাল লোড আনলোড করতে দেখা যায়। ফলে সড়কে বেশির ভাগ সময়ই যানজট লেগে থাকে। এতে লেনদেনে নিরাপত্তাহীনতার কথাও জানান গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা।

চালকরা বলছেন, পুলিশ প্রশাসনের যোগসাজশেই দিনের বেলা মালবোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করছেন তারা।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি দাবি করে পুলিশের এই কর্মকর্তা বলছেন, ব্যবস্থা নেয়া হবে।

শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে দৃশ্যমান উদ্যোগ দেখতে চান সাধারণ মানুষ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি