ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ভিটামিন-এ ক্যাম্পেইন চলছে (ভিডিও)

প্রকাশিত : ১৫:৪৬, ২২ জুন ২০১৯

সারা দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাজধানীর শিশু হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এবার ক্যামসুলের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। ভরাপেটে শিশুদের ক্যাপসুল খাইয়ে চিন্তামুক্ত হন অভিভাবকরা।

জাতীয়ভাবে ভিটামিন  ’এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী বয়সী শিশুদের  ভিটামিন এ,  ক্যাপসুল খাওয়াতে এ ক্যাম্পেইন। ছেটো ছেটো বাচ্চাদের কোলে নিয়ে ক্যাপসুল খাওয়াতে এসেছেন অভিভাবকরা।

শিশুদের রাতকানা ও অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হয় নীল রঙের একটি করে ক্যাপসুল। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাপসুল খাওয়াতে পেরে চিন্তামুক্ত হন অভিভাবকরা।

ক্যাপসুল এর মান নিয়েও সন্তুুষ্ট বাবা-মা।

ক্যাম্পোইনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে প্রতিটি ক্যাপসুল এর মান পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

শিশুদের সারা বছরই ভিটামিন এ সমৃদ্ধ শাক সবজি, ফলমূল খাওয়ানোর পরামর্শ দেয়া হয়েছে ক্যাম্পেইন থেকে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি