ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২

প্রকাশিত : ২১:২৩, ২২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১টি বিদেশী পিস্তল ও ২০ পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।  আটককৃতরা হলো সলঙ্গা থানার চড়িয়াকান্দিপাড়া গ্রামের ইনছাফ আলী প্রামানিকের ছেলে হাসমত আলী (৩০), এবং হাটিপাড়া গ্রামের মৃত. নুরু শেখের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২০ পিচ ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ এক হাজার ৫০০ টাকা পাওয়া যায়।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামস্থ রাজশাহী-ঢাকা মহাসড়কের দক্ষিণ পার্শে এ্যারোস্টোক্রেট হোটেলের পিছনে ধানের চাতালের মাঝখানে ফাকা জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মামলা হয়ে।

কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি