ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত 

প্রকাশিত : ০৯:০০, ২৩ জুন ২০১৯ | আপডেট: ০৯:৪২, ২৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রুবেল ও ওমর ফারুক নামে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার সাবরাং ইউপিস্থ কাটাবুনিয়া নৌকা ঘাটে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি এলজি (আগ্নেয়াস্ত্র), ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

নিহত মো. রুবেল (৪৯ জন রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামি) টেকনাফ সদরের নাইটং পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে এবং ওমর ফারুক উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লার ছেলে।

পুলিশের ভাষ্যমতে, বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রোহিঙ্গা পাচার মামলার আসামি মো. রুবেল এবং ওমর ফারুককে গ্রেফতারের জন্য কাটাবুনিয়া নৌকা ঘাটে পৌঁছালে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল মানব পাচারকারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের প্রথমে টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে কক্সবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

আহত এসআই নুরুল ইসলাম, মো. শামিম রেজা ও মো. মহি উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ রয়েছেন।

ওসি আরও জানান, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি