ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত : ১০:৩১, ২৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার মধ্যরাতে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেলে এ রেল চলাচল বন্ধ হয়। রেলের এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২৫০ জন যাত্রী আহত হয়েছেন।

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু ভেঙে যাওয়ার কারণে সড়ক যোগে ছয়দিন ধরে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। গত ১৮ জুন থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। ফলে প্রতিদিনই বাড়তি যাত্রী নিয়ে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করতো। এই অবস্থায় ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে পড়লো। ফলে সিলেটের যাত্রীদের দুর্ভোগ এখন আরও বাড়বে। জরুরি প্রয়োজনেও ঢাকায় যাওয়ার জন্য বিমান ছাড়া আর কোনও বিকল্প থাকলো না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন জানান, বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি