ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত

প্রকাশিত : ১৭:৫৫, ২৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে রেজাউল আলম(৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চকশাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

সে উপজেলার ঝাঐল ইউনিয়নের চক শাহবাজপুর গ্রামের মো. মকবুল হোসেন তালুকদারের ছেলে ও চক শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চকশাহবাজপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা জামতৈল স্টেশনগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। তখন আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। দুপুরে ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি