ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটে সড়ক সংস্কারের দাবীতে যানবাহন বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২১:০৫, ২৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর, জয়পুরহাট-দুপচাঁচিয়া ও জয়পুরহাট-বাইপাস হিলি সড়কসহ অন্যান্য সড়কগুলি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবীতে সংবাদ সন্মেলন করেছে জয়পুরহাটের বাস-মিনিবাস মালিক গ্রুপ, জয়পুরহাট জেলা ট্রাক ও ট্যাংক লড়ি মালিক গ্রুপ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ চারটি সংগঠন।

সোমবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় আগামী ১০ জুলাইয়ের মধ্যে সড়কগুলি সংস্কারের ব্যবস্থা না করলে আগামী ১১ জুলাই থেকে জেলার সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। 

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিসুর রহমান লিটন, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল বারি, মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনগুলির নেতৃবৃন্দরা।

 কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি