ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাণীশংকৈলে দারিদ্রদের মাঝে ৪৩৩টি নলকূপ বিতরণ

প্রকাশিত : ২৩:১৯, ২৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দারিদ্রদের মাঝে ৪৩৩টি নলকূপ বিতরণ করা হয়। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে, জনস্বাস্থ্য অধিদপ্তর চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলামের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহারুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আবুল কাসেম, ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তরিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আলী ও প্রভাষক মাহাফুজুর রহমান প্রমূখ।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি