ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবা‌নে জনস‌মি‌তির সমর্থককে গু‌লি ক‌রে হত্যা

প্রকাশিত : ১২:২৬, ২৫ জুন ২০১৯ | আপডেট: ১২:৪৫, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌তে জনস‌মি‌তির এক সর্মথক‌কে গু‌লি ক‌রে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪জুন) রাত দেড়টার দি‌কে রোয়াংছ‌ড়ির থোয়াইঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহত ব্য‌ক্তির নাম অংচিং থিং মারমা(৩৮)। সে রোয়াংছ‌ড়ি থোয়াইঙ্গ্যা পাড়ার মংপ্রু থুই মারমার ছে‌লে।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার সময় কিছু অস্ত্রধারী উপজাতীয় সন্ত্রাসী অং‌চিং থিং কে ঘর থে‌কে ডে‌কে নি‌য়ে পাড়ার অদুূরে এক‌টি পাহা‌ড়ে নি‌য়ে গু‌লি ক‌রে হত্যা ক‌রে।

এ বিষ‌য়ে রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. শ‌রিফুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, রাত দেড়টার দি‌কে থোয়াইঙ্গ্যা পাড়ার মংপ্রু থুই মারমার ছে‌লে অং‌চিং থিং মারমা‌কে গু‌লি ক‌রে হত্যার খবর পে‌য়ে সকা‌লে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি