ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফে ৪টি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত : ২০:৩৭, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে ৪টি আগ্নেয়াস্ত্রসহ আফসার কামাল (২৭) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।

মঙ্গলবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির রঙ্গিখালীস্থ হেলাল উদ্দিনের মালিকাধীন ভাই ভাই অটো রাইস মিলে থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ধানের বস্তার ভেতরে লুকানো বিশেষ কায়দায় রাখা ৪টি দেশীয় তৈরি বন্দুক ও ১০ রাউন্ডগুলি উদ্ধার করা হয়। আটক যুবক রঙ্গিখালী গ্রামের ফরিদ আহমদের পুত্র বলে জানিয়েছেন বিজিবি।

টেকনাফ ২নং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির রঙ্গিখালী হেলাল উদ্দিনের মালিকাধীন ভাই ভাই অটো রাইস মিলে অভিযান চালান। এসময় মিলে থাকা ধানের বস্তার ভিতর বিশেষভাবে লুকানো ৪টি দেশীয় তৈরি অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ রঙ্গিখালী এলাকার ফরিদ আহমদের পুত্র আফসার কামালকে (২৭) আটক করা হয়। আটকের পর তাকে অস্ত্রসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি