ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর রিক্রুট সদস্যদের শপথ

প্রকাশিত : ১০:৫১, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনীর ফরমেশন এডোক রিক্রুট ট্রেনিং সেন্টারে ১৯-১ ব্যাচের প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

এতে সারাদেশের ইষ্টবেঙ্গল রেজিমেন্ট ও ইনফেন্টি রেজিমেন্ট এর ৮৯৫ জন সদস্যকে ৬ মাসের এই প্রশিক্ষণ দেয়া হয়।

র্দীঘ ছয় মাস প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ডিভিশন এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক। এ সসয় তার সঙ্গে  ছিলেন, ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্নেল মো. নাজিম উদদ্দৌলা, প্রধান প্রশিক্ষক লে. কর্নেল জয়নুল আবেদীন চিশতী।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষিত নবীন সেনা সদস্যদের মৌলিক শিক্ষার লব্দ জ্ঞানকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে এবং নিষ্ঠা ও কঠোর পরিশ্রম করে একজন দক্ষ সেনা সদস্য হয়ে দেশের সেবা করতে, সে সাথে পেশায় ধৈর্য্য ও সহিষ্ণতা বজায় রেখে প্রয়োজনে লক্ষ্যভেদে নিপুন নিশানা ফেলতে  আহ্বান জানান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে  রিক্রুট সদস্যদের শপথ বাক্যপাঠ করান স্টাফ অফিসার কর্নেল নাজিম উদ দ্দৌলা। কুচকাওয়াজ পরিচালনা করেন, মেজর এস এম কাদেরি কিবরিয়া।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি