ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

‘রিফাত হত্যার কোন আসামি পালিয়ে যেতে পারবে না’

প্রকাশিত : ১৭:৫১, ২৮ জুন ২০১৯ | আপডেট: ১৯:০৯, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনায় প্রকাশ্যে দিবালোকে খুন হওয়া শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যার ঘটনায় কোন আসামিই পালিয়ে যেতে পারবে না বলে জানিয়েছেন বরিশাল রেঞ্চের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

শুক্রবার দুপুর ১২টার দিকে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, আসামিদের ধরতে সারাদেশে অভিযান অব্যহত আছে। সীমান্ত এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোনোভাবেই কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না।

এর আগে বরগুনা জেলা পুলিশ সুপার মারুপ হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত নয়ন বন্ড ও রিফাত ফরাজীর বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন। আসামিদের পুলিশ গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে একদল সন্ত্রাসী স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনা প্রত্যক্ষদর্শী একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে দ্রুত তা ভাইরাল হওয়ায় দেশব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠে।

নিহত রিফাতের স্ত্রী মিন্নি বলেন, ঘটনার দিন আমাকে কলেজ নিয়ে যাচ্ছিল রিফাত। জেলার ক্যালিক্স কিন্ডারগার্ডেনের সামনে পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী আমাদের গতিরোধ করে রিফাতকে মারধর করে। কিছুক্ষণ পর নয়ন বন্ড ও রিফাত ফরাজি হাজির হয়ে রিফাতকে চাপাতি দিয়ে এলোপাতারি কোপাতে থাকে।

তিনি বলেন, আমি অনেক চেষ্টা করেও সন্ত্রাসীদের নিবৃত্ত করতে পারিনি। সেসময় আশেপাশে অনেক লোক ছিল, আমি চিৎকার করেও তাদের সাহায্য পাইনি। অস্ত্রেরমুখে নিজেই সন্ত্রাসীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। কিন্তু তাকে বাঁচাতে পারিনি। আসামিদের ফাঁসি দাবি করেন তিনি।

পরে রিফাতের বাবা ১২ জনের নামে মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে, এখনো ধরাছোঁয়ার বাহিরে মূল আসামিরা।

এক আসামির চেহারার সঙ্গে মিল থাকায় গতকাল বরিশাল লঞ্চঘাট থেকে ৪ যুবককে আটক করা হয়। পরে খোঁজখবর নিয়ে তাদের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।

আই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি