ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাউফলে ভূমি অফিসের কর্মচারীকে কুপিয়ে জখম

প্রকাশিত : ১৮:১৪, ২৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি অফিসের মিজানুর রহমান (৪৫) নামে এক কর্মচারিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে কেশবপুর চৌমোহিনী বাজারের পশ্চিম পাশে বড়রাঢ়ীবাড়ি বটতলা এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

আহতের স্বজন ও স্থানীয়রা জানায়, অফিস থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় খুরম বাহিনীর মেজবাউল হোসেন খুরম (৪৪), মাহতাব (৪০) ও লিটু হাওলাদার ওরফে ভাম লিটু (৩৫) নামে স্থানীয় তিন সন্ত্রাসী কেশবপুর গ্রামের কুট্টি হাওলাদারের ছেলে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি মিজানুরকে অতর্কিত কুপিয়ে ও পিটিয়ে জখম করে ফেলে রাখে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা সদরে নিয়মিত অফিস যাতায়াতে লিটু হাওলাদারের ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যবহার না করায় জখম করা হয় তাকে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি