ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরায় রিফাতের খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ১৬:২৭, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামী শাহ নেওয়াজ শরীফ রিফাতকে (রিফাত শরীফ) নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় তার খুনীদের দ্রুততম সময়ে আটক করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও করা হয়।

শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ ও নাগরিক কমিটি পৃথক পৃথক ব্যানারে এই মাবনবন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন,সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলু, সহ-সভাপতি ও জাসদ কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা অ্যাডভোকেট ড. আজাদ হোসেন বেলাল, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব অ্যাডভোকেট ড.আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি প্রমুখ।

বক্তারা এ সময় রিফাত হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ দ্রুততম সময়ে তাদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি