ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে শিক্ষককে পিটুনি

প্রকাশিত : ১৮:১০, ২৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১০) যৌন হয়রানি অভিযোগে এক শিক্ষককে তিন বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে বিদ্যালয়ের সকল শিক্ষককে বদলি ও পরিচালনা কমিটি ভেঙ্গে দেওয়ার জন্য শিক্ষক অফিসারকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।

উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েরে সহকারী শিক্ষক বিপুল কুমারকে সাজা দেওয়ার পর কারাগারে পাঠানো হয়। শিক্ষক বিপুল কুমার উপজেলার হলুদঘর গ্রামের হেমন্ত প্রামানিকের ছেলে।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে। ওই ছাত্রী বাড়ি দিয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক বিপুলকে পিটুনি দিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক’শ লোকজন গিয়ে স্কুল ঘেরাও করে রাখে এবং পুলিশকে খবর দেয়।

ওসি জানান, খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল কুমারকে জনতার হাত থেকে উদ্ধার করার চেষ্টা করে। প্রথম দফায় পুলিশ ব্যর্থ হলে পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতে শিক্ষক বিপুল কুমার বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানীর কথা স্বীকার করেছেন। দোষ স্বীকার করায় শিক্ষক বিপুল কুমারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

তিনি বলেন, এ বিদ্যালয়ে এর আগেও একই ধরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেন। তবে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও পরিচালনা কমিটি বিষয়টি গোপন রাখে। এ কারণে বিদ্যালয়টির সকল শিক্ষককে বদলি ও পরিচালনা কমিটি ভেঙ্গে দেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি