ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

রিফাত হত্যাকারীদের তালিকা সীমান্তে : বেনাপোলে বাড়তি সতর্কতা

প্রকাশিত : ০৯:৪৪, ৩০ জুন ২০১৯ | আপডেট: ০৯:৪৫, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামী শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার আসামিদের বিদেশে পলায়ন ঠেকাতে যশোরের বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার বিকেল থেকে এ সতর্কতা জারি করে বর্হিগমন পুলিশ, থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিকালে বেনাপোল চেকপোস্ট বহির্গমনে গিয়ে দেখা যায়, বর্হিগমন বিভাগে পাসর্পোটধারী ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পাসপোর্টের ছবির সাথে যাত্রীদের চেহারা ও আঙ্গুলের ছাপ মিলিয়ে নিশ্চিত হয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে সীমান্ত এলাকা ঘুরেও বিজিবির বাড়তি সতর্কতা চোখে পড়ে। সন্দেহ হলেই বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় চলাচলকারী লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে।

বেনাপোল চেকপোস্ট বর্হিগমন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে একটি নির্দেশনায় রিফাত হত্যা মামলার আসামিরা যাতে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যেতে না পারে সে জন্য সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। সতর্কতার সঙ্গে প্রতিটি পাসপোর্ট যাত্রীর পাসপোর্ট মেশিনে পরীক্ষা করা হচ্ছে। ফলে রিফাত হত্যার আসামিদের বেনাপোল চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। পাসপোর্টধারী যাত্রীদের ছবি, নাম-ঠিকানাসহ যাবতীয় সবকিছু তথ্য-প্রযুক্তির মাধ্যমে যাচাই-বাছাই করে ভারতে যাওয়ার অনুমতি প্রদান করা হচ্ছে।’

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, সীমান্ত পথে যাতে রিফাত হত্যাকারীরা কোনোভাবে ভারতে পালাতে না পারে, এ জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষ তাদেরকে আসামিদের তথ্য পাঠিয়েছেন। বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় আছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি সন্ত্রাসীদের নিবৃত্ত করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় রিফাত শরীফের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে ও আরও ৫-৬ জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করা গলেও প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি