ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে মা ও ছেলে হত্যা মামলায় গ্রেফতার ৭

প্রকাশিত : ১৫:৫৬, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তি।

গ্রেফতাকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পূর্ব মহেষপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. আবুল কালাম আজাদ (প্রধান আসামী), মো. আহসান উল্লাহর ছেলে রহমত উল্লাহ পান্না, মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম, মো. দুলাল সরকারের ছেলে মনছুর আলী সরকার, শাহজাহান আলীর ছেলে মো. হাফিজুল ইসলাম, ওসমান হোসেন প্রাং ছেলে দেলওয়ার হোসেন প্রাং ও আজিুজুল হকের ছেলে সাইদুর রহমান বাচ্চু। হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি ছুরি ও ১টি বড় হাসুয়া উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সুপার জানান। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জেলা পুলিশের এ কর্তা।

উল্লেখ্য, গত ২৭ জুন রাতে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মহেষপুর গ্রামে সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল ও তার মা রেজিয়া খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করেন গ্রেফতারকৃতরা। হত্যাকাণ্ডের ঘটনায় আলতাব হোসেনের স্ত্রী মোছা শামীম আরা বাদী হয়ে ২১ জনকে আসামী করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি