ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীর চিকিৎসা

প্রকাশিত : ১৯:৪১, ৩০ জুন ২০১৯ | আপডেট: ২০:৩৫, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস-এর উদ্যোগে জন্মগত ঠোঁট ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়েছে। অস্ট্রেলিয়ান দাতা সংস্থা ‘অপারেশন ক্ল্যাফট’ বাংলাদেশের সহায়তায় ৮ম বারের মত সমাজের অসচ্ছল ও দরিদ্র পরিবারে জন্ম নেয়া রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়।

রোববার সকালে হাসপাতালের নিজস্ব ভবনে এ অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. তৌফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল ইসলাম ডলার, ম্যানেজার মো. ওয়াহিদুল ইসলামসহ ক্লিনিকের অন্যান্য কর্মকর্তারা।

ঠোঁট ও তালু কাটা বাচ্চাদের অপারেশন ও চিকিৎসা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সামশুদ্দিন আহমেদ, এনএসসিসি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মলয় কুমার দাস ও প্লাস্টিক সার্জন ডা. ইমরুল হাসান।

জানা গেছে, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস শুধু চিকিৎসাসেবা নয়, মানবসেবায়ও কাজ করে যাচ্ছে। তারা গরিব-অসহায় রোগীদের বিভিন্নভাবে সেবা দিয়ে চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসাশাস্ত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা এখন গ্রামে-গঞ্জে তথা সর্বত্র ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ান দাতা সংস্থা অপারেশন ক্ল্যাফট বাংলাদেশের সহযোগিতায় ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। গত কয়েক বছরে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস প্রায় ৩০০ ঠোঁট ও তালুকাটা রোগীর অপারেশন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সর্বমহলে প্রশংসিত হয়েছে।

হাসপাতাল সুত্র জানায়, দরিদ্র পরিবারের এসব রোগীরা আর্থিক অস্বচ্ছলতা এবং সামাজিক কুসংস্কারের কারণে অপারেশন করাতে পারেনা। অথচ প্লাষ্টিক সার্জারির মাধ্যমে অপারেশন করালেই এসব রোগীরা স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন। দিনব্যাপী এই ক্যাম্পে ২৪ জন জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল ইসলাম ডলার জানান, অর্থের অভাবে শিশুদের জন্মগত ঠোঁট ও তালু কাটার অপারেশন করতে পারেন না, তাদের সহযোগিতা করার উদ্দেশ্যে ২০১৬ সাল থেকে বিনামূল্যে এ ক্যাম্প শুরু করা হয়। এর আগেও ৭ বার এমন ক্যাম্পের আয়োজন করেছে এ হাসপাতালে। এবারও বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ঠোঁট ও তালু কাটা রোগের অপারেশন ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি