ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩  

প্রকাশিত : ০৯:৩৬, ১ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৪০, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাক ও পিকআপ ভানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলো। 

সোমবার ভোর ৬ টার দিকে উপজেলার মেহেরাবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ভালুকা থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সোমবার ভোরে ঢাকাগামী একটি ট্রাককে পিছন থেকে মাছবাহী অপর একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক-হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি