ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে জনসংহতি সমিতির কর্মী সম্মেলন শুরু

প্রকাশিত : ১৩:০৬, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কর্মী সংগঠন ও গণ সংগঠন জোরদার করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী কর্মী সম্মেলন শুরু হয়েছে।

আজ সোমবার সকালে খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদের অডিটরিয়ামে সম্মেলন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সহসভাপতি ও মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা প্রফুল্ল কুমার ত্রিপুরার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা। উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সুধাকর ত্রিপুরা, বিভূ রঞ্জন চাকমা, কাকলী খীসা, সুদর্শন চাকমা, শান্তিপ্রিয় চাকমা প্রমূখ।

জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, ‘সম্মেলনে নেতাকর্মীরা তাদের সমালোচনা, আত্বসমালোচনা তুলে ধরার সুযোগ পাবে এছাড়াও পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট, পার্টির বর্তমান সাংগঠনিক অবস্থা এবং অগ্রগতি, আগামীতে করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। সম্মেলনে তিন পার্বত্য জেলার তৃণমূল পর্যায়ের প্রায় ৪০০ নেতাকর্মী অংশ গ্রহণ করছে।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি