ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক ১

প্রকাশিত : ১৬:০২, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত বাদশা সর্দার সদর উপজেলার দ্বীপচর গ্রামের কফিল উদ্দিন সর্দারের ছেলে। বাদশা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামী বলে র‌্যাব সূত্রে জানা যায়। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলাও রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

র‌্যাব-১২‘র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবদুল্লাহ আল মোমেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অবৈধ অস্ত্রসহ বাদশাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুইটি পাইপগান, ১৮ রাউন্ড গুলি ও একটি ধারালো দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে সোমবার দুপুরে বাদশাকে পাবনা সদর থানায় সোপর্দ করা হবে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি