ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

আটঘরিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সার যাত্রী নিহত,আহত ৪

প্রকাশিত : ১৬:৪০, ১ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:৪৩, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পাবনার আটঘরিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার এক যাত্রী নিহত ও অপর চারজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (১ জুলাই) সকাল ১১টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন জানান, সোমবার সকালে চাটমোহর থেকে সিএনজি চালিত অটোরিক্সা পাবনা যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়ার জালালের ঢাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত ও অপর চার যাত্রী আহত হয়।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। আহত চারজনকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি