ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

হিলিতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ১৯:১৮, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে সীমান্তের ফকিরপাড়া ও সাতকুড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, হাকিমপুরের ফকিরপাড়া এলাকার এনামুল হকের স্ত্রী ময়না বেগম (৩৬), সাতকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে আরমান হোসেন (৩০)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা চলছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল রোববার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ময়না বেগমকে আটক করা হয়। অপরদিকে সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিলসহ আরমানকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি