ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

মোরেলগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

প্রকাশিত : ২১:০৩, ১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জ সিমেন্টবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনোয়ারা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সিআরসি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম পশ্চিম বিশারীঘাটা গ্রামের মৃত আব্দুল মজিদ খানের স্ত্রী।

ঘটনার পরপরই শাহ সিমেন্ট কোম্পনীর ওই ট্রাকটির চালক ও হেলপার ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বেলা ৪টার দিকে বৃদ্ধা মনোয়ারা বেগম পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় শাহ সিমেন্টের দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্বজনেরা মনোয়ারা বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টর ট্রাক চাপায় মনোয়ারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সময় ট্রাকটি শরণখোলা থেকে মোংলার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।

 কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি