ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে গোয়াল ঘরে মিলল ১৪ কেজি গাঁজা

প্রকাশিত : ১২:২৬, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৪ কেজি গাঁজাসহ বাবুল (৩৮) ও এরশাদ (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটক বাবুল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আখের আলীর ছেলে ও এরশাদ একই গ্রামের ইউনুস আলীর ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে নিজ বাড়িতে মজুত করেছে। এমন সংবাদে ঘিবা ক্যাম্পের হাবিলদার মনিরুজজামানের নেতৃত্বে বিজিবি’র টহলদল অভিযুক্তদের বাড়ির গোয়াল ঘরে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করেন। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি