ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে গরীব দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : ২০:৩৪, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের গরীব দুঃস্থ রোগীদের চিকিৎসা, মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তায় জেলা সমাজকল্যাণ পরিষদ ১৬৮ জনের মাঝে এককালীন পাঁচ লাখ ৭২ হাজার পাঁচশ’ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।

অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ পরিষদ গরীব দুঃস্থ রোগীদের চিকিৎসা বাবদ ১৩৫ জনের মাঝে চার লাখ ৭৯ হাজার পাঁচশ’ টাকার চেক, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বাবদ ২৫ জনের মাঝে ৭৫ হাজার এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী মেরামতের জন্য আট জনের মাঝে ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সভায় জানানো হয়, ঠাকুরগাঁও জেলা সমাজকল্যাণ পরিষদ ২০১৮-১৯ অর্থ বছরে ২৯৬ জনের মাঝে সর্বমোট ১১ লাখ ৫২ হাজার টাকা বিতরণ করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি