ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিরামপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত : ২২:০৮, ২ জুলাই ২০১৯ | আপডেট: ২২:১০, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের বিজুল বটতলী নামক এলাকা থেকে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, রাতে বিরামপুর-দিনাজপুর মহাসড়কে টহল দেওয়ার সময় ভোররাতে বিজুল বটতলী এলাকায় সড়কের পার্শ্বে একজনকে পড়ে থাকতে দেখে টহল দল।

এসময় উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। তাতে করে আমাদের ধারণা ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় হয়তোবা মোটরযানের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুত্বরভাবে আহত হয়। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি, ব্যাক্তিটির গায়ের রং-শ্যামলা ও পরনে শুধু চেক লুঙ্গি ছিল, তার বয়স আনুমানিক ৩৮ বছর হবে। এব্যাপারে বিরামপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি