ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ৩ জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ১৮:০০, ৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহিদীন বাংলাদেশ-জেএমবির তিন সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদাণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শওকত আলী অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকার সেলিম ওরফে হারুন মিস্ত্রী, গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল এলাকার শাহাদাৎ ওরফে নয়ন ও একই উপজেলার কয়লাদিয়াড় এলাকার আব্দুল মমিন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বেগম জানান, ২০০৯ সালের ৭ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র শীর্ষ সন্ত্রাসী নেতা ও একাধিক মামলার পলাতক আসামী সেলিমের জহুরপুর বকরীপাড়ার নিজ বাড়িতে অভিযান চালায় র‌্যাব  ও বিজিবি।

এ সময় ১টি পিস্তল,  ৯ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় র‌্যাব ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলিও ছুড়ে সেলিম।

পরে তাঁর দেয়া তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেএমবির আরও দুই সদস্য শাহাদাৎ ও মমিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় পরের দিন ৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাব-৫।

পরবর্তীতে ’১৬ সালের ৩০মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামরুল ইসলাম আদালতে তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমানাদি শেষে বিজ্ঞ বিচারক আসামিদের উপস্থিতিতে বুধবার এই রায় প্রদান করেন।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি