ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা

প্রকাশিত : ১৮:১৭, ৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সেক্টর কমান্ডার বিজিবি খাগড়াছড়ি এবং ডিআইজি বিএসএফ উদয়পুর সেক্টর এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ এর নেতৃত্বে ১১জন বিজিবি প্রতিনিধি এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ বলেন,সমন্বয় সভায় সীমান্ত সংক্রান্ত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভায় সীমান্তে বর্তমানে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে উভয় সেক্টর কমান্ডার একমত পোষণ করেন।

নন্দকুমার ভিওপির ২২৬৫ নং সীমান্ত পিলার এলাকায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে.কর্ণেল মো.আতিক চৌধুরী,পানছড়ি ব্যাটালিয়ন এর  অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম মনজুর সিদ্দিকীসহ অন্যান্য সেক্টরের অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়কবৃন্দ। উদয়পুর সেক্টর এর ডিআইজি জামিল আহমেদ এর নেতৃত্বে বিএসএফ এর বিভিন্ন ব্যাটালিয়ন এর প্রধানগণ উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি