ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

দুর্ঘটনায় কলেজছাত্র ফিরোজের হাত বিচ্ছিন্ন

রাজশাহীতে বাসচালক গ্রেফতার

প্রকাশিত : ১৪:৪১, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর কাটাখালিতে বাস-ট্রাক দুর্ঘটনায় কলেজছাত্র ফিরোজ হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুঠিয়া বাজার থেকে বাসচালক ফারুক হোসেনকে (৩৯) গ্রেফতার করা হয়। এছাড়া ট্রাক চালকের সহকারী (হেলপার) রায়হান সরদারকে (২১) গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে। তবে এখনো পালাতক রয়েছে ট্রাকের চালক।

দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার বাসচালক ফারুক হোসেন পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের আতাহার আলীর ছেলে। আর ট্রাক চালকের সহকারী রায়হান চারঘাট উপজেলার পাসুন্দিয়া গ্রামের মাসুদ রানার ছেলে।

গোলাম রুহুল কুদ্দুস বলেন, সকাল ৭টার দিকে পুঠিয়া বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদ পরিবহনের চালক ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

এর আগে ফিরোজের হাত চাপ দেয়া ট্রাকটি সনাক্ত করে বুধবার রাত ১১টার দিকে জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালকের সহকারী রায়হান সরদারকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আরএমপির এই মুখপাত্র।

গোলাম রুহুল কুদ্দুস বলেন, আরএমপির কাটাখালী থানা পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নগরের উপরভদ্রা এলাকার বক্কার অটোমোবাইল ওয়ার্কসপ হতে দূর্ঘটনায় জড়িত ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৭৯৬) জব্দ করা হয়।

দুর্ঘটনার সময় ট্রাকের চালক ছিলেন চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে ওয়াহিদুজ্জামান (২৪)।

তিনি আরও বলেন, ট্রাকের চালকের সহকারী রায়হান জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, আদা বোঝাই করে রাজশাহী হতে ঢাকায় যাওয়ার পথে বাসের সঙ্গে তাদের ট্রাকটি ধাক্কা খায়।

পরের দিন ঢাকায় আদা পৌঁছে দিয়ে রাজশাহীর ছন্দা পেট্রোল পাম্পে ট্রাকটির পার্ক করে চালাক পালিয়ে যায়। গতকাল ট্রাকটি মেরামতের জন্য চালকের সহকারী রায়হান ট্রাকটি বক্কার অটোমোবাইল ওয়ার্কসপে নিয়ে যায়।

গোলাম রুহুল বলেন, গত ২৮ জুন সন্ধ্যায় কাটাখালি পৌরসভা ভবনের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফিরোজ হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম থানার নামোইট গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরএমপির মুখপাত্র বলেন, এ ঘটনায় ফিরোজের বাবা মাহফুজুর রহমান বাদী হয়ে কাটাখালী থানায় একটি মামলা করেন।

আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি