ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

সাভারে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ১৫:০১, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল সাভারে বিভিন্ন বাসা-বাড়িতে দেওয়া প্রায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ গ্রহণ করেন।

সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গত কয়েক বছর আগে ওই এলাকায় প্রভাবশালীরা বিভিন্ন বাড়িতে ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে।

এটি একটি চলমান প্রক্রিয়া। এসময় তেতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই বৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি