ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

শার্শায় ইয়াবা ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২১:৩৬, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর  গ্রাম থেকে মিজার আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর। গ্রেফতারকৃত মিজার আলী ওই গ্রামের খেজমত আলীর ছেলে।

যশোর র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সাড়ে ৬টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিজার আলীকে গ্রেফতার করা হয়। পরে তার ঘরের শয়ন কক্ষের খাটের তোশকের নীচে ও গোয়াল ঘরের মধ্যে থেকে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩শ‘৩০ পিস ইয়াবা ও দেড় লিটার দেশি তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

মিজার আলী দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। বিভিন্ন আইন শৃংখলা-রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকারী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি