ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ায় ট্রাকচাপায় পরিচ্ছন্ন কর্মী নিহত

প্রকাশিত : ১৫:৩২, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ (২৭) পঞ্চগড় জেলার সদর থানার পাহাড়বাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। তিনি সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় থেকে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন।

পুলিশ জানায়, পরিচ্ছন্নকর্মী নয়ন সকালে বাসা থেকে কাজের উদ্দেশ্যে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আসেন। কাজের এক পর্যায়ে সে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নয়ন শেখকে উদ্ধার করে বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পর ঘাতক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের মৃতদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি