ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড:শিক্ষা উপ-মন্ত্রী

প্রকাশিত : ১৬:৫৪, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন,বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই ভবিষ্যৎ বাণীকে সত্য করবো বলে মন্তব্য করেছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল  হাসান চৌধুরী।

তিনি বলেন, সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, সেই  স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। কাজে নামতে হবে। দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মাটি। সেই মাটিতে যে ফসল উৎপাদিত হয়, তা দেশের প্রায় ১৭ কোটি মানুষ খেয়ে বেঁচে আছে। এত কম জায়গায় এতগুলো মানুষ যে খেয়ে বেঁচে আছে,এটি শেখ হাসিনার ঐতিহাসিক একটি অর্জন ।

শনিবার  দুপুরে মোংলা সরকারী কলেজে আয়োজিত সংবর্ধনা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী  এসব কথা বলেন।

মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান প্রমুখ।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি