ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

শাহজাদপুরের জোতপাড়ায় শ্বাসরোধে এক বৃদ্ধকে হত্যা

প্রকাশিত : ১৫:৫৪, ৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জোতপাড়ায় শ্বাসরোধে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। নিহত দবির হোসেন মোল্লা (৬২) একই এলাকার মৃত তাহাজ মোল্লার ছেলে। তার লাশ হুরাসাগর নদী থেকে সোমবার বেলা ১২টার দিকে পুলিশ উদ্ধার করে। তার গলায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে দবির মোল্লা পাশের জামিরতা বাজার থেকে রওনা হয়ে আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে এলাকার হুরাসাগর নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। নিহতের ভাতিজা ইসহাক ও নাহিদ অভিযোগ করে জানান, পুর্ব শত্রুতার জের ধরে দবির মোল্লাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এদিকে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকান্ড। তবে লাশ ময়না তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি